23125

'মানসিক নির্যাতনে' শিক্ষকের মৃত্যু, উত্তপ্ত কুয়েট

'মানসিক নির্যাতনে' শিক্ষকের মৃত্যু, উত্তপ্ত কুয়েট

2021-12-03 03:18:01

ছাত্রলীগ নেতাকর্মীদের মানসিক নির্যাতনের অভিযোগে শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় উত্তাল কুয়েট। গত মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে তার মৃত্যু হয়।

সেলিম হোসেন কুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রাধ্যক্ষ ছিলেন। তার মৃত্যুর পর কুয়েটের সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা।

দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষক সমিতি। দায়ী ছাত্রদের বহিষ্কার ও শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।

গত মঙ্গলবার ছাত্রলীগ নেতাদের মনোনীত ছাত্রকে লালন শাহ হলের ডিসেম্বর মাসের জন্য ডাইনিং ম্যানেজার না করায় প্রভোস্ট ড. সেলিমকে চাপ দেয় তারা। এরপর ওই দিনই তার মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত তাদের প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]