23129

নিরাপত্তা শঙ্কায় কুবির সাংস্কৃতিক সংগঠনগুলো

নিরাপত্তা শঙ্কায় কুবির সাংস্কৃতিক সংগঠনগুলো

2021-12-03 22:40:47

দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংস্কৃতিক সংগঠনগুলোকে রুম বরাদ্দ দেওয়া হলেও নেই সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। এতে নিরাপত্তা শঙ্কায় ভুগছে সংগঠনগুলো।

নিরাপত্তা কর্মী নিয়োগ না দেওয়া, সিসিটিভি ক্যামেরা স্থাপন না করা, দেয়ালের উপরিভাগ ফাঁকা রাখার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান সংগঠনগুলোর নেতাকর্মীরা।

জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুমোদনপ্রাপ্ত ১৫ টি সংগঠনকে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার ২য় তলায় কক্ষ বরাদ্দ দেওয়া হয়। গার্ড না থাকায় মূল গেইট সব সময় তালাবদ্ধ থাকে। আবার গেইট খোলা থাকলেও সেখানে যে কেউ অবাধে প্রবেশ করতে পারে।

প্রতিবর্তনের সভাপতি নান্টু বিশ্বাস বলেন, আমরা দীর্ঘ প্রতীক্ষার পর রুম পেয়েছি। যেটা আমাদের জন্য অপর্যাপ্ত। পাশাপাশি রুমের দেয়াল ফাঁকা হওয়ায় আমরা আমাদের রুমে গানের ইনস্ট্রুমেন্ট ও গুরুত্বপূর্ণ জিনিস রাখতে পারি না। প্রশাসনের উচিত সংগঠনের রুমগুলোর নিরাপত্তার ব্যবস্থা করা।

প্রক্টর অধ্যাপক ড. কাজী মোঃ কামাল উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয় সংগঠনগুলোর অনেক দিনের দাবির প্রেক্ষিতে রুমের ব্যবস্থা করেছে। এখন ওদের নিরাপত্তার জন্য পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন, আমরা সংগঠনগুলোকে যেহেতু রুম দিয়েছি আমরা ওদেরকে নিরাপত্তাও দিব। আমি নিরাপত্তা কর্মকর্তার সাথে কথা বলেছি আমাদের নিরাপত্তা প্রহরীর সংকট রয়েছে, তবুও আমি বলে দিয়েছি যেন একটা পোস্ট চিন্তা করে সার্বক্ষণিক একজন নিরাপত্তা কর্মী দেওয়ার ব্যবস্থা করে। ফাঁকা দেয়াল গুলোতে আমরা গ্রিল দেওয়ার ব্যবস্থা করবো। সব জায়গায় সিসিটিভি ক্যামেরা দেওয়া যায় না। তবুও আমরা এটা পরে চিন্তা করে দেখবো।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]