23149

‘ছাত্রলীগের হাতে’ লাঞ্ছিত হয়ে শিক্ষকের মৃত্যুতে নিন্দা ও বিচার দাবি ছাত্র অধিকারের

‘ছাত্রলীগের হাতে’ লাঞ্ছিত হয়ে শিক্ষকের মৃত্যুতে নিন্দা ও বিচার দাবি ছাত্র অধিকারের

2021-12-05 01:52:21

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক সেলিমের মৃত্যু হয়েছে। গত ০১/১২/২১ ইং তারিখে, বাসায় ফেরার আগে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে; সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ানের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাকে জেরা করে এবং তারা তার কক্ষে গিয়ে ৩০ মিনিটের মত অবস্থান করে।

ছাত্রলীগ নেতাদের হাতে লাঞ্ছিত হয়ে; বাসায় ফিরে তার মৃত্যু হয়েছে। এর আগে মাভাবিপ্রবিতে, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে এবং কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজীম উদ্দিন খানকে ছাত্রলীগ নেতা মুনির লাঞ্ছিত করে, যার সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি, দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানায় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

Press Release 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]