23192

জামালপুর আওয়ামী লীগেও পদ হারাচ্ছেন ডা. মুরাদ: কাদের

জামালপুর আওয়ামী লীগেও পদ হারাচ্ছেন ডা. মুরাদ: কাদের

2021-12-08 04:20:18

সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগ থেকেও অব্যাহতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
 
মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিকালে মন্ত্রীর দফতরে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। 
 
তিনি বলেন, আমি যতটুকু জানি জামালপুর জেলা আওয়ামী লীগ আজ কার্যকরি সভা ডেকেছে, সে সভা ডা. মুরাদকে নিয়ে। তার বিষয়টিই সেখানে প্রধান আলোচ্যসূচি। সেখানে তারা সম্ভবত তাকে দল থেকে অব্যাহতি দেবে। এরকম সিদ্ধান্ত নেবে বলে আমাকে জানিয়েছে জালা আওয়ামী লীগ থেকে।
 
প্রাথমিক সদস্যপদ বাতিল হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা সেন্ট্রালি সিদ্ধান্ত নেবো। পরবর্তি ওয়ার্কিং কমিটিতে আমরা সিদ্ধান্ত নেবো। যেভাবে আমরা গাজীপুরের মেয়র এবং গাজীপুরের সাধারন সম্পাদকের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এ ধরনের সিদ্ধান্ত ওয়ার্কিং কমিটির মিটিং ছাড়া করার কোন সুযোগ নেই। আমরা পরবর্তি ওয়ার্কিং কমিটির বৈঠকে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।
 
ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভা থেকে এখন পদত্যাগ করছে। দলীয় পদ আছে তার, ঢাকায় কোন পদ নেই। জামালাপুর জেলা আওয়ামী লীগের কমিটিতে তিনি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন, সে পদ থেকেও অব্যাহতি দেওয়া হচ্ছ।
 
সংসদীয় পদ থেকে অব্যাহতি দেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটি পরের ব্যাপার। এ বিষয়ে স্পিকার সিদ্ধান্ত নেবেন। এখন আপাতত যেটা হয়েছে, একজন প্রতিমন্ত্রী তাকে সে পদ থেকে সরে যেতে হলো। দল থেকেও একটা পদে ছিলো অব্যাহতি পাচ্ছে। এমপির বিষয়েও যদি সেরকম গুরুতর কোন অভিযোগ আসে সেটা স্পিকার সিদ্ধান্ত নিতে পারে। 
 
 
সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]