23295

বছরে ১০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে তুরস্ক

বছরে ১০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে তুরস্ক

2021-12-14 07:52:35

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছ তুরস্ক। দেশটি বছরে একশ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে।

রোববার (১২ ডিসেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু তার বাসভবনে সস্ত্রীক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানান। সেখানে এক বৈঠকে এ আশ্বাস দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোমেন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তুরস্ক সরকারের দেওয়া স্কলারশিপের সংখ্যা বাড়িয়ে একশটি করার জন্য অনুরোধ জানান। তারই পরিপ্রেক্ষিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্মত হন।

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ঢাকা ও আঙ্কারার দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। ড. মোমেন তুর্কির প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের নামে ঢাকায় পার্ক উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান। মেভলুত মোমেনের আমন্ত্রণ গ্রহণ করেন। এছাড়া আগামী বছর তুরস্কের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের বিষয়েও উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আলোচনা হয়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধিতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. মোমেনের ভূমিকারও প্রশংসা করেন। উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির পদক্ষেপগুলো আরো এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন মোমেন-মেভলুত।

মোমেন বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় সুযোগের বিষয়গুলো তুলে ধরে তুরস্কের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে তার দেশের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]