23340

গুগলের ‘গাইডিং স্টার’ বাংলাদেশের পাভেল সারওয়ার

গুগলের ‘গাইডিং স্টার’ বাংলাদেশের পাভেল সারওয়ার

2021-12-16 09:31:45

গুগল ম্যাপস উন্নয়নে অবদানের জন্য ‘গাইডিং স্টার’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের পাভেল সারওয়ার।

বিভিন্ন দেশে প্রতিনিয়ত গুগল ম্যাপস উন্নয়নে ভূমিকা রাখেন স্বেচ্ছাসেবক বা ‘লোকাল গাইডরা। সেই অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর মোট পাঁচটি শ্রেণিতে বিশ্বজুড়ে ৫০ জন স্বেচ্ছাসেবককে ‘গাইডিং স্টার’ অ্যাওয়্যার্ড দিয়েছে গুগল। এর মধ্যে প্রবাসী প্রযুক্তি উদ্যোক্তা পাভেল সারওয়ার অ্যাওয়ার্ডটি পেয়েছেন ‘কমিউনিটি বিল্ডার’ শ্রেণিতে।

‘লোকাল গাইডস’ আদতে গুগল ম্যাপসভিত্তিক একটি সেবা। ম্যাপসে নতুন সংযুক্তি ও সংস্কার কাজে ভূমিকা রাখেন স্বেচ্ছাসেবকরা। ২০১৬ সাল থেকে নির্বাচিত সেরা গাইডদের নিয়ে মূল কার্যালয়ে বাৎসরিক সম্মেলন আয়োজন করার কথা এ প্রসঙ্গে জানিয়েছে গুগল।

৮ ডিসেম্বর এক ইউটিউব প্রিমিয়ারের মাধ্যমে ২০২১ সালের ‘গাইডিং স্টার’ অ্যাওয়ার্ডস ঘোষণা করেছে গুগল। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন গুগল ও ম্যাপসের শীর্ষ কর্মকর্তারা।

ভার্চুয়াল অনুষ্ঠানে ৫০ জন স্বীকৃত গাইডিং স্টারের বাৎসরিক কর্মকাণ্ড সংক্ষিপ্ত আকারে তুলে ধরে গুগল। পরবর্তীতে পাভেল সাওয়ারসহ ৫০ জন ‘গাইডিং স্টার’-এর নাম ঘোষণা করেন কমিউনিটি ম্যানেজার ট্রেসি চ্যাপেল।

এর আগে ২০১৮ সালে গুগল ক্রাউডসোর্স থেকে ‘কমিউনিটি লিডার’ অ্যাওয়ার্ড পেয়েছিলেন সারওয়ার।

গুগলের সঙ্গে জড়িত আছেন পাভেল সারওয়ারের সহধর্মিনী সুমাইয়া জাফরিন চৌধুরী। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘লোকাল গাইডস সামিট’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সুমাইয়া। ২০২০ সালে ‘হেল্পফুল হিরো’ শ্রেণিতে ‘গাইডিং স্টার’ অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি।

কিন্তু, ২০২০ সাল থেকে করোনা মহামারীর কারণে আর অনুষ্ঠিত হচ্ছে না ওই বাৎসরিক সম্মেলন। সম্মেলনের বিকল্প হিসেবে ‘গাইডিং স্টার’ অ্যাওয়ার্ডস চালু করেছে গুগল।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]