23458

বীর মুক্তিযোদ্ধাদের 'অসম্মান' : মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিবাদ

বীর মুক্তিযোদ্ধাদের 'অসম্মান' : মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিবাদ

2021-12-23 04:29:42

গতকাল ২০ ডিসেম্বর সিলেট স্টেডিয়ামে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের আঞ্চলিক সমাবেশে বীর মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সিলেট জেলা প্রশাসককে অপসারণসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মোঃ আল মামুন স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে আজ এই দাবি জানানো হয়েছে।

লিখিত প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, "গতকাল ২০ ডিসেম্বরে সিলেট জেলা প্রশাসন কর্তৃক সিলেট স্টেডিয়ামে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের আঞ্চলিক সমাবেশে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পিছনের সারিতে বসিয়ে অসম্মান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলো দেখে স্পষ্ট বুঝা যায় সেখানে বীর মুক্তিযোদ্ধাদেরকে পিছনে নরমাল প্লাস্টিক চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। সামনের সারিতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের জন্য উন্নত চেয়ার রাখা হয়েছে যা বীর মুক্তিযোদ্ধাদের জন্য অত্যন্ত অপমানজনক। যাঁদের জন্য এই আয়োজন ছিল তাঁদেরকে পিছনের সারিতে বসিয়ে অত্যন্ত সুকৌশলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানিত করা হয়েছে। এধরনের অসম্মানজনক ব্যবস্থাপনা দেখে তাৎক্ষণিকভাবে সেখানে অনেক বীর মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ করেছিলেন কিন্তু সিলেট জেলা প্রশাসন দায়ীদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এদ্বারা প্রমাণিত হয় যে, সিলেট জেলা প্রশাসক কখনোই এধরনের ঘৃণ্য অপরাধের দায়ভার এড়াতে পারেন না। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনকালীন জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে প্রকাশ্য দিবালোকে অসম্মান করে সিলেট জেলা প্রশাসন প্রমাণ করেছে যে, প্রকৃতপক্ষে তারা স্বাধীনতা বিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকা অবস্থায় বিজয়ের মাসে সিলেট জেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানিত করা হয়েছে যা কখনোই কাম্য নয়। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে যাঁদের রক্ত ও ত্যাগের বিনিময়ে লাল-সবুজের পতাকা অর্জিত হয়েছে তাঁদেরকে অসম্মান করা হয়েছে যা কখনোই বরদাশত করবে না বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এহেন ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নিকট আহবান, অবিলম্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসককে অপসারণসহ দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। অন্যথায় জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাও কঠোর কর্মসূচী ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।"

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]