ভাইয়ের ওপর অভিমান করে পলিটেকনিক ছাত্রীর আত্মহত্যা
2021-12-24 21:59:46
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র প্রজেক্ট বামতীর এলাকায় সিলিংফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার রাত ৯টায় নিজ শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে সিলিংফ্যানে ঝুলে আত্মহত্যা করে বিএসপিআইয়ের মেকানিক্যাল বিভাগের ৩য় বর্ষের ছাত্রী মমতাজ জাহান রিয়া (১৯)।
রিয়া প্রজেক্ট বড় মসজিদ বামতীর এলাকায় ৪ নম্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বসবাস করে। তার পিতা পানি বিদ্যুৎ কেন্দ্র ক্রেন অপারেটর মেকানিক্যাল-২ এ কর্মরত।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, প্রেম ঘটিত বিষয় নিয়ে প্রবাসী বড় ভাই কাতার হতে মোবাইলে ছোট বোনকে শাসন করায় অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এবং রিয়ার মা তার শয়নকক্ষ হতে ঝুলন্ত অবস্থায় ওড়না কেটে নিচে নামান বলে জানান। রিয়াকে প্রথমে পিডিবি হাসপাতাল পরে কাপ্তাই উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।