চমেক ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. মোস্তাক আর নেই
2021-12-25 22:44:03
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্র সংসদের সাবেক ভিপি, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মশিউর রহমান মোস্তাক আর নেই।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে দিল্লির রামগঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ২৬তম ব্যাচের শিক্ষার্থী এবং চমেক ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন।
এমবিবিএস পাস করার পর জার্মান থেকে আধুনিক রেডিওথেরাপির ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
সর্বশেষ কর্মরত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ) সহকারী অধ্যাপক হিসেবে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তার ভাগনে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান।