23508

মহানবীকে অবমাননা শৈল্পিক স্বাধীনতা নয় : পুতিন

মহানবীকে অবমাননা শৈল্পিক স্বাধীনতা নয় : পুতিন

2021-12-26 18:20:49

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মহানবী মোহাম্মদ (সা.) এর অবমাননাকে শৈল্পিক স্বাধীনতা হিসেবে বিবেচনা করা যায় না। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের খবর অনুযায়ী, এ ধরনের কাজকে তিনি ‘ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন’ হিসেবেও উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মস্কোতে এক প্রেস কনফারেন্সে পুতিন এ কথা বলেন। তিনি বলেন, মোহাম্মদ (সা.) কে অবমাননা করা ইসলাম ধর্মের অনুসারীদের পবিত্র অনুভূতিতে আঘাত করার সামিল।

টিএএসএসের খবরে বলা হয়েছে, ফরাসি ম্যাগাজিন শার্লি হেবদোতে মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, এটি চরমভাবে মুসলিমদের ক্ষুব্ধ করেছে।

শৈল্পিক স্বাধীনতার অবশ্যই একটি সীমা আছে এবং তা কোনোভাবেই অন্যের স্বাধীনতাকে লঙ্ঘন করা উচিত নয়, যোগ করেন তিনি।

পুতিন উল্লেখ করেন, রাশিয়া একটি বহুজাতিক রাষ্ট্র। রাশিয়া সব জাতির ঐতিহ্যকে সম্মান দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, কোনো কোনো দেশের ক্ষেত্রে এ শ্রদ্ধা কম দেখা গেছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]