23591

র‍্যাগিংয়ের দায়ে আইইউবিএটির ৩ ছাত্র বহিষ্কার

র‍্যাগিংয়ের দায়ে আইইউবিএটির ৩ ছাত্র বহিষ্কার

2022-01-02 19:51:20

র‍্যাগিংয়ের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)’ এর তিন ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই অপরাধে এক সাবেক শিক্ষার্থীর সনদ আটকে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বুধবার (২৯ ডিসেম্বর) ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাগিংয়ের দায়ে ন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) তিন ছাত্রকে তিন থেকে ছয় সেমিস্টার অর্থাৎ এক থেকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে একজন অ্যালামনাইয়ের সনদ আটকে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ওই তিনজন ছাত্রের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তবে তিনি সাজাপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করেননি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, র‍্যাগিংয়ের অংশ হিসেবে নবীন শিক্ষার্থীদের দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসে জন্মনিরোধক পণ্য (কনডম) বিক্রি করতে বাধ্য করেন অভিযুক্তরা। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সাজা দিয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]