23632

রাজশাহী কলেজে ছাত্রলীগের কনসার্টে উপচেপড়া ভিড়

রাজশাহী কলেজে ছাত্রলীগের কনসার্টে উপচেপড়া ভিড়

2022-01-05 09:58:46

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টকে কেন্দ্র করে রাজশাহী কলেজ মাঠে উপচেপড়া ভিড়। অনেকে ঢুকছেন প্রাচীর টপকে। ভিড় সামাল দিতে কলেজ গেট বন্ধ করে দিয়েছে পুলিশ। গেট বন্ধ করায় বাইরে দেখা দিয়েছে উত্তেজনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রলীগেরে আয়োজনে রাজশাহী কলেজ মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছে। এই কনসার্টে স্থানীয় শিল্পীরা ছাড়াও গান পরিবেশন করেন ‘শিরোনামহীন ব্যান্ড’। এর আগে এই মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বক্তারা বক্তব্য দেন।

জানা গেছে- আগে থেকেই ঘোষণা ছিল বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টকে কেন্দ্র করে সন্ধ্যার আগে থেকেই নগরীর বিভিন্নস্থান থেকে আসতে থাকে দর্শক-শ্রতারা। শুধু তাই নয়, নগরীর বাইরে কাটাখালী, কাশিয়াডাঙ্গা ও নওহাটা থেকে এই কনসার্ট দেখতে এসেছেন। দেখে গেছে- কনসার্টকে কেন্দ্র করে তিল ধরনের জায়গা নেই রাজশাহী কলেজ মাঠে।

ছাত্রলীগ নেতারা বলছেন, বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তার অংশ হিসেবে সভা-সমাবেশ, আনন্দ মিলিছ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ‘শিরোনামহীন ব্যান্ড’ শিল্পীরা রাত সাড়ে নয়টার পরে স্টেজে উঠে। এর পরে গানে গানে দর্শকদের মাতায় শিল্পীরা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]