23689

শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন চবি শিক্ষার্থী

শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন চবি শিক্ষার্থী

2022-01-10 09:56:31

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কৌশিক নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। পাথরের আঘাতে কপালের কিছু অংশ কেটে রক্তক্ষরণ হয় তার।

রোববার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে ছেড়ে আসা শহরগামী শাটল ট্রেন ঝাউতলায় আসা মাত্রই পাশের বস্তি থেকে নিক্ষিপ্ত পাথরের আঘাতে আহত হন ওই শিক্ষার্থী।

কৌশিকের বন্ধু প্রত্যক্ষদর্শী খান ই খানান বলেন, ট্রেনটি ঝাউতলায় আসার পর একটি ছেলে অনেকগুলো পাথর এক সঙ্গে ছুড়ে মারে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে নিয়ে আমরা দ্রুত চট্টগ্রাম মেডিকেলে যাই।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, আজকের ঘটনা সম্পর্কে এখনো জানতে পারিনি। তবে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করা দুঃখজনক ঘটনা। আমরা এ ধরনের ঘটনা শূন্যের কোটায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]