23737

টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলা

টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলা

2022-01-13 06:10:20

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বুধবার আয়োজিত কাওয়ালি অনুষ্ঠানে হামলা হয়েছে। অনুষ্ঠান শুরুর আগেই হামলা হয় বলে আয়োজকরা জনান। তবে হামলাকারীদের বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারেনি।

বুধবার সন্ধ্যার দিকে অনুষ্ঠান শুরুর আগেই হামলা হয় বলে জানান উপস্থিতরা।

তবে এর আগে কাওয়ালি শুনতে অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। হামলার পর অনেকে সেখান থেকে সরে যান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন বলেন, ‘হামলার প্রশ্নই আসে না৷ আমরা জানতে পেরেছি, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজকদের মধ্যে নানা ধারা-উপধারা তৈরি হয়েছিল। শরিয়াহ ও তরিকা অনুযায়ী কাওয়ালি সহি কি না, নারীরা আসতে পারবেন কি না, এভাবে গান আয়োজন করা ঠিক কি না—এসব নিয়ে আয়োজকদের মধ্যে একধরনের সংঘর্ষের আবহ ছিল। এরই বহিঃপ্রকাশ আজকে টিএসসিতে ঘটেছে। এর সঙ্গে যাঁরা ছাত্রলীগের সম্পর্ক খোঁজার চেষ্টা করেন, তাঁরা আসলে উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও কল্পনাপ্রসূতভাবে এটি করছেন।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি স্থগিত করার জন্য তাঁরা আয়োজক শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু তাতে তাঁরা সাড়া দেননি। যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাঁরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ না করে নানা ধরনের কথাবার্তা বলছেন। যা ঘটেছে, তা পুরোপুরি জেনে এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]