23826

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ময়মনসিংহে

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ময়মনসিংহে

2022-01-18 06:30:35

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্র জোট।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অজিত দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলার সভাপতি বাহাউদ্দীন শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা আহবায়ক ফজলুল হক রনি। সভা পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল হাসান।

এ সময় বক্তারা বলেন, ‘শাবিপ্রবিতে ছাত্র আন্দোলনে ন্যাক্কারজনক হামলা বর্তমান ফ্যাসিবাদী শাসনের বহিঃপ্রকাশ। ছাত্রদের ন্যায্য আন্দোলনে বিশ্বিবদ্যালয় প্রশাসনের ইন্ধনে এই বর্বর হামলা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ধারণার পরিপন্থী। শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তারা অবিলম্বে হামলাকারী ভিসিসহ, দোষীদের অপসারণ করা, ছাত্রদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং বিশ্ববিদ্যালয় খোলা রাখার দাবি জানান’।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]