23841

শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় কুবিতে মানববন্ধন

শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় কুবিতে মানববন্ধন

2022-01-19 06:46:14

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীরা ন্যায্য অধিকারের দাবি জানিয়েছিল। কিন্তু প্রশাসন তা পূরণ না করে উল্টো ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।

মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইকবাল মুনাওয়ার বলেন, ‘শাবি শিক্ষার্থীদের ওপর এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীদের দাবি না মেনে উল্টো হামলা চালিয়েছে। এমন অযোগ্য ব্যক্তি ভিসি থাকতে পারেনা। তার অপসারণ চাই।’

প্রত্নতত্ত্ব বিভাগের রফিকুল ইসলাম বলেন, ‘শাবিপ্রবিতে ন্যাক্কারজনক এ ঘটনার জন্য আমাদের মানববন্ধন। শিক্ষার্থীরা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এটা দেখে যদি আমাদের বিবেক জাগ্রত না হয় তাহলে বুঝতে হবে আমাদের বিবেক ঘুমিয়ে রয়েছে।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]