এবার কাফনের কাপড় পরে উপাচার্যের পদত্যাগ চাইলেন শাবি শিক্ষার্থীরা
2022-01-23 03:50:56
খাটিয়ায় মরদেহ সামনে রেখে বসে আছেন এক শিক্ষার্থী। তার পেছনে কয়েক সারিতে দাঁড়ানো শিক্ষার্থীরা। তাদের সবার গায়ে জড়ানো কাফনের কাপড়। কপালেও সাদা পট্টি বাঁধা।
এভাবেই প্রতীকী মরদেহ সামনে রেখে ও কাফনের কাপড়ে পরে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে কাফনের কাপড় পরে মৌন মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, ‘আমরা কাফনের কাপড় এখন প্রতীকীভাবে গায়ে জড়ালেও অল্প সময়ের মধ্যে তা আমাদের অনশনরত শিক্ষার্থীদের গায়ে জড়াবে। আপনি (উপাচার্য) আমাদের দাবি মেনে নিন। ২৪টা প্রাণের চেয়ে একটা চেয়ারের মূল্য বেশি না। আপনি পদত্যাগ করুন।’
তারা আরও বলেন, ‘স্বৈরাচার উপাচার্যের জন্য যদি মরতে হয়, তাহলে শুধু ২৪ জন কেন, আমরা সবাই মরতে রাজি। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন ছাড়বো না। স্বৈরাচারী উপাচার্যের পদত্যাগের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত।’