23901

শাবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত

শাবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত

2022-01-23 07:47:38

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান ২০২০-২১ সেশনের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ১ম বর্ষ ১ম সেমিস্টার ভর্তি পরীক্ষা কমিটি ২০২০-২১ এর সদস্য সচিব চৌধুরী আব্দুল্লাহ্ আল-হোসাইনী স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫ ও ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ২০২০-২১ সেশনের ভর্তি-কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করা হলো। ভর্তির পরবর্তী নির্দেশনা ও তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

জানা যায়, শূন্য আসনে ৩য় মেধাতালিকা থেকে ২৫ জানুয়ারি এ ইউনিট বিজ্ঞান শাখা এবং ২৬ জানুয়ারি বি ইউনিটে মানবিক এবং ব্যবসায় শাখা থেকে শিক্ষার্থী ভর্তির কথা ছিল।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]