23932

জবিতে শাবি ভিসির পদত্যাগে প্রতীকী অনশন

জবিতে শাবি ভিসির পদত্যাগে প্রতীকী অনশন

2022-01-26 02:59:05

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতীকী অনশন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের ৩-৪ কর্মী অনশনরত শিক্ষার্থীদের ব্যানার প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলে এবং অনশন কর্মসূচি বন্ধ করার চেষ্টা চালায়।।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ প্রতীকী অনশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্ল্যাকার্ডে ‘শাবিপ্রবি শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে জবিয়ানদের প্রতীকী অনশন’, ‘ভিসি ফরিদের পদত্যাগ চাই’ লিখে অনশন করা হয়।

প্রতীকী অনশনে অংশগ্রহণ করা উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রাকিব বলেন, প্রায় বিশ্ববিদ্যালয়ে ফরিদের মতো অনেকেই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত। তাই তার অবসান চাই এবং বিশ্ববিদ্যালয়গুলো মুক্ত হিসেবে দেখতে চাই।

প্রতীকী অনশনে অংশগ্রহণ করা প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশফাক শরিফ বলেন, শাবিপ্রবি ভিসি তার নিজ পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। শিক্ষাঙ্গনে শিক্ষার্থীবান্ধব ভিসি চাই।

প্রতীকী অনশনে অংশগ্রহণ করা নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সোমা বলেন, শাবিপ্রবির ভিসি পুলিশ এবং পোষা গুণ্ডা বাহিনী দিয়ে শিক্ষার্থীদের উপর যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা অনশনে বসলে জবি ছাত্রলীগের ৩-৪ জন জন কর্মী আমাদের পোস্টার প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলে। একই সঙ্গে আমাদের অনশন থেকে তুলে দেওয়ার চেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ছাত্রলীগের কর্মীদের দ্বারা যে পোস্টার প্ল্যাকার্ড ছেড়ার ঘটনা ঘটেছে এটা তারা বুঝতে পারেনি। বুঝতে পারলে এমনটি করত না।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]