23967

জাবিতে পরীক্ষার দাবিতে মানববন্ধন

জাবিতে পরীক্ষার দাবিতে মানববন্ধন

2022-01-28 01:38:06

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মধ্যে নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

এ অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে বন্ধ রয়েছে সব অ্যাকাডেমিক কার্যক্রম। এতে বিপাকে পড়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ফেব্রুয়ারির মধ্যে তাদের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করে বিসিএস পরীক্ষায় বসার সুযোগ করে দিতে হবে। পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে সিন্ডিকেট মিটিংয়ে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

এ ছাড়া একই ব্যাচের বিগত পরীক্ষাগুলোর রেজাল্ট দ্রুত প্রকাশ ও করোনার বন্ধে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন বলেও হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থী নুর হোসেন বলেন, ‘পাঁচ বছরেও অনার্স শেষ করতে পারিনি।এখনও তৃতীয় বর্ষের রেজাল্ট পাইনি। আমরা চাই ফেব্রুয়ারির মধ্যেই আমাদের পরীক্ষা শেষ করে বিসিএস পরীক্ষায় বসতে।’

মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি দেন শিক্ষর্থীরা। উপাচার্যের পক্ষে স্মারকলিপি নেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ। এ সময় কয়েকজন সহকারী প্রক্টর উপস্থিত ছিলেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]