23970

ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে: ছাত্রদল

ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে: ছাত্রদল

2022-01-28 04:57:27

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আকতার হোসেনকে নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছে হল শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার বিজয় একাত্তর হল ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক বিএম কাওসারের সই করা বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আকতার হোসেনকে ২৬ জানুয়ারি রাতে গেস্টরুমে ডেকে ছাত্রলীগ কর্তৃক নির্যাতনের খবর বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে। নির্যাতনকারীরা সবাই ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং হল ছাত্রলীগের সক্রিয় কর্মী।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সবগুলো হলে ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। হলগুলোতে নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য নিয়মিত পরিচালিত সন্ত্রাসী কার্যক্রমেরই অংশ গতকালের এ নির্যাতন।

বিজয় একাত্তর হল ছাত্রদল ভুক্তভোগী আকতার হোসেনের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এবং নির্যাতনকারী ও তাদের মদদদাতা সবাইকে শাস্তির আওতায় এনে ক্যাম্পাস ও হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানায়।

এ ঘটনায় আরেক বিজ্ঞপ্তিতে নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)। কেন্দ্রীয় সংসদের সভাপতি গৌতম চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তচিন্তা চর্চার প্রাণকেন্দ্রে এ ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও হৃদয় বিদারক। বিসিএল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবী জানাচ্ছে, এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

বুধবার রাত ১১টার দিকে বিজয় একাত্তর হলের গেস্টরুমে এক শিক্ষার্থীকে নির্যাতন করা হয় হয়। নির্যাতনের একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে তাকে পাঠানো হয় গণরুমে। সেখানে জ্ঞান হারান তিনি। পরে ঢামেকে নিয়ে তাকে ইসিজি করানো হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রত্যেকে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং হল শাখা ছাত্রলীগে পদপ্রত্যাশী আবু ইউনুস ও রবিউল ইসলাম রানার অনুসারী। দুজনই ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]