24031

শাবিতে ‘চাষাভুষার টং’ চালু করলেন শিক্ষার্থীরা

শাবিতে ‘চাষাভুষার টং’ চালু করলেন শিক্ষার্থীরা

2022-02-03 18:50:38

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে টং দোকান চালু করেছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের 'একাডেমি ভবন-বি' এর সামনে 'চাষাভুষার টং' নামের এই দোকান উদ্বোধন করেন শিক্ষার্থীরা। এসময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শাবির আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন বলেন, 'টং দোকান'গুলোতে আমরা স্বল্পমূল্যে খাবার খেয়ে থাকি। পাশাপাশি উন্মুক্ত পরিবেশে আমরা আড্ডা-যুক্তিতর্কের মাধ্যমে নিজেদের বিকশিত করার সুযোগ পাই। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন ধরে টং বন্ধ রেখেছে। এর প্রতিবাদস্বরূপ আমরা এটা চালু করেছি।

'আমরা সবাই সাস্টিয়ান, চাষাভুষার সন্তান''আমরা সবাই সাস্টিয়ান, চাষাভুষার সন্তান'
তবে টংয়ের নাম 'চাষাভুষার টং' রাখার বিষয়ে শাবির এ আন্দোলনকারী বলেন, আন্দোলন চলাকালীন শাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লায়লা আশরাফুন চাষাভুষা শ্রেণিকে অপমান করেছিলেন। অথচ, তারাই সভ্যতার বিকাশে সবচেয়ে বড় ভূমিকা রাখে। এজন্য তাদের সম্মানে আমরা এ টংয়ের নাম 'চাষাভুষার টং' রেখেছি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]