অবশেষে শাবিপ্রবির আন্দোলনকারীদের অর্থ সংগ্রহের অ্যাকাউন্ট সচল
2022-02-25 01:50:28
প্রায় এক মাস পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের অর্থ সংগ্রহের সব অ্যাকাউন্ট সচল করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে আন্দোলনকারী শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত রোববার সবার মোবাইলের সিমকার্ড চালু করা হয়েছে। আজ (বুধবার) রাতে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্ট সচল করে দেওয়া হয়েছে। সবার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে কিনা আমরা খোঁজ নিচ্ছি। তবে এখন পর্যন্ত কারও অ্যাকাউন্ট বন্ধ আছে এরকম পাইনি।
মামলা প্রত্যাহার হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনও দুইটি মামলা প্রত্যাহার করা হয়নি। তবে আমরা চাই অবিলম্বে মামলা দুটিও প্রত্যাহার করা হোক।
এর আগে রোববার (২০ ফেব্রুয়ারি) প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মোবাইলের সিমকার্ড চালু হয়েছে।
গত ২৪ জানুয়ারি আন্দোলনে ‘অর্থের জোগানদাতা’ প্রায় দুই শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থীর মোবাইল নম্বর, মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে এ ব্যাপারে সংশ্লিষ্টরা কেউই মুখ খোলেনি।
গত ১১ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে আলোচনাকালে অন্যান্য দাবির সঙ্গে মোবাইল নম্বর, মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টও খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী কয়েক দিনের মধ্যেই মোবাইল নম্বর ও সব অ্যাকাউন্ট খুলে দিতে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছিলেন।