24307

শাবিপ্রবিতে ১৪ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক একজন

শাবিপ্রবিতে ১৪ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক একজন

2022-03-01 07:53:26

বৈশ্বিকভাবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের ন্যূনতম মানদণ্ড ধরা হয় ১:২০। অর্থাৎ প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য অন্তত একজন শিক্ষক থাকবেন। জাতীয় পর্যায়েও দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এ মানদণ্ড অনুসরণে উৎসাহিত করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

তবে শিক্ষক-শিক্ষার্থীর এই অনুপাতের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এখানে ১৪ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন একজন করে।

সম্প্রতি ইউজিসির সর্বশেষ প্রকাশিত ৪৭তম বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, শাবিপ্রবিতে অধ্যয়নত মোট শিক্ষার্থী আট হাজার ৫৯ জন। এর মধ্যে পাঁচ হাজার ৬৭৫ জন ছাত্র ও দুই হাজার ৩৮৪ জন ছাত্রী। বিপরীতে শিক্ষক আছেন ৫৬১ জন। অর্থাৎ প্রতি ১৪ জন শিক্ষার্থীর বিপরীতে এখানে একজন করে শিক্ষক আছেন।

অন্যদিকে শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি কর্মকর্তা আছেন ২৬১ জন ও কর্মচারী আছেন ৪৮০ জন। এ হিসেবে প্রতি ৩১ জন শিক্ষার্থীর বিপরীতে কর্মকর্তা একজন ও ১৭ জন শিক্ষার্থীর বিপরীতে কর্মচারী আছেন একজন করে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]