24748

মাদরাসা-কারিগরিতেও ছুটি বাড়লো

মাদরাসা-কারিগরিতেও ছুটি বাড়লো

2022-04-06 22:29:49

রমজানে হাইস্কুল ও কলেজের মত মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসও আগামী ২০ এপ্রিল পর্যন্ত চলবে। প্রথমে ২৬ এপ্রিল পর্যন্ত এ প্রতিষ্ঠানগুলোতে ক্লাস নেয়ার নির্দেশনা দেয়া হলেও ছুটি কিছুটা বাড়ানো হয়েছে। মাদরাসা-কারিগরি প্রতিষ্ঠানগুলোকে ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস চালানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে জারি করা আদেশ প্রকাশ করা হয়েছে।

আদেশে মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ২০ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষের ক্লাস নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আদেশটি কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছে মন্ত্রণালয়।

এদিকে মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে ইতোমধ্যে সব মাদরাসাগুলোকে ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস চালানোর নির্দেশ দিয়ে আদেশ জারি করেছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]