24772

সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি পাহাড়ি শিক্ষার্থীদের

সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি পাহাড়ি শিক্ষার্থীদের

2022-04-08 06:53:11

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোটা পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন করেছে ‘উপজাতি কোটা সংরক্ষণ পরিষদ’। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোটাকে নিজেদের অধিকার দাবি করে ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানায় সংগঠনটি।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সংগঠনটির আহ্বায়ক রোমেল চাকমার নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোটা আমাদের অধিকার। পাহাড়ি অঞ্চলে প্রয়োজনীয় স্কুল-কলেজ নেই। আমাদের অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে বিশ্ববিদ্যালয়ে আসতে হয়। কিন্তু যে পরিবেশ থেকে আমরা এসেছি, সেখান থেকে এসে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি পাওয়া খুবই কঠিন। তাই আমরা চাই, ৫ শতাংশ কোটা পুনর্বহাল থাকুক।’

এ সময় দাবি পূরণ না হলে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা, মংসেনু রাখাইন, এঞ্জেলা আকাঙ্ক্ষা থিগিদি, সদস্য সচিব স্নেহময় ত্রিপুরা, সদস্য নবোদয় চাকমা, মংমংশি মারমা, গুণেন ত্রিপুরা, নীলা ওয়ান রাখাইন, মেনপং ম্রো, সজীব তালুকদার ও হ্লামিউ মারমা উপস্থিত ছিলেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]