24779

আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

2022-04-09 00:07:51

২০২১-২২ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি আর্মি মেডিকেল কলেজের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়। চলে ১১টা পর্যন্ত।

১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ২০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ৭৫ নম্বর আর এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।

এর আগে, এই মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন শুরু হয় ৩ মার্চ। ১২ মার্চ আবেদন শেষ হয়। এই মেডিকেল কলেজগুলোতে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের প্রণীত নীতিমালা অনুযায়ী ভর্তি করানো হয়।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ঢাকা ক্যান্টনমেন্টের অভ্যন্তরে অবস্থিত একটি সামরিক মেডিকেল কলেজ। বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে এটি প্রতিষ্ঠা করে। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দ্বারা পরিচালিত হয় ও এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কলেজ। এছাড়াও চট্টগ্রাম, যশোর, রংপুর, কুমিল্লা ও বগুড়া সেনানিবাসে আরও ৫টি আর্মি মেডিকেল কলেজে রয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]