24788

৮ মে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি শুরু

৮ মে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি শুরু

2022-04-10 05:52:26

২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী ৮ মে থেকে শুরুর পরিকল্পনা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরের কারণে মে মাসে ভর্তি শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডেন্টাল ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মেডিকেলের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু করতে চায় না অধিদপ্তর। আগামী ২২ এপ্রিল ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর এমবিবিএস এর ভর্তি কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। তবে রমজান মাসে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হলে ভর্তিচ্ছু এবং অভিভাবকদের এক জেলা থেকে আরেক জেলায় চলাচল করতে সমস্যার সম্মুখীন হতে হবে। এই অবস্থায় রোজার ঈদের পর ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

ওই সূত্র আরও জানায়, আগামী ৮ মে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১২ মে পর্যন্ত। কোনো কারণে এই সময় পরিস্থিতি অনুকূলে না থাকলে ভর্তি কার্যক্রমের সময় কিছুটা বাড়ানো হতে পারে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে সময় বাড়ানো হবে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, মেডিকেল ভর্তি কমিটির সভাপতি ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজির সাথে এ বিষয়ে কথা হয়েছে। রোজার ঈদের পর ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

আগামী ৮ মে থেকে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, এটি আমাদের প্রাথমিক সিদ্ধান্ত। ঈদের ছুটি শেষে ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৭৫ জন। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]