24790

পাথর নিক্ষেপ বন্ধে চবির শাটল ট্রেনে প্রশাসনের অভিযান

পাথর নিক্ষেপ বন্ধে চবির শাটল ট্রেনে প্রশাসনের অভিযান

2022-04-10 06:02:57

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উপর বহিরাগতদের পাথর নিক্ষেপ বন্ধে শাটল ট্রেনের বগিতে বগিতে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৯ এপ্রিল) ৯টা ২০মিনিটে ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া শাটলে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম ও এহসানুল কবির পলাশ। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্যতীত বহিরাগতদের ট্রেন থেকে নামিয়ে দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, পথে ঝাউতলা, ক্যান্টনমেন্ট ও ষোলোশহর স্টেশনের আশেপাশে গড়ে ওঠা বস্তি এলাকাগুলো থেকে টোকাইরা শাটলকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে থাকে। এতে নিত্যদিনই রক্তাক্ত হচ্ছেন চবি শিক্ষার্থীরা।

তারা জানান, গত ৭ এপ্রিলও শহর থেকে ক্যাম্পাসে ফেরার সময় বাইর থেকে ছোঁড়া পাথরের আঘাতে ইয়াসিন তোশি নামে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী গুরুতর আহত হন।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে যান। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমও হয়ে উঠে উত্তপ্ত। সেদিন রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর পাথর নিক্ষেপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। এরই প্ররিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, নিরাপদ ট্রেন যাত্রা নিশ্চিত করতে আমরা অভিযান পরিচালনা করেছি। বহিরাগতদের ট্রেনে উঠতে দিইনি। যারা উঠেছে তাদের নামিয়ে দিয়েছি। আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে কয়েকদফা এসব বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি। আমাদের অভিযান চলমান থাকবে।

এচাড়াও শাটল চলাকালীন বহিরাগত কাউকে শাটল ট্রেনে উঠতে দেখলে তাদের নামিয়ে দিতেও শিক্ষার্থীদের নির্দেশ দেন তিনি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]