24832

নোবিপ্রবির মুক্তিযুদ্ধ ভাস্কর্যের নাম 'জয় বাংলা'

নোবিপ্রবির মুক্তিযুদ্ধ ভাস্কর্যের নাম 'জয় বাংলা'

2022-04-13 05:31:25

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনের সামনো প্রায় নয় বছর আগে নির্মাণ করা হয়েছিল মুক্তিযুদ্ধ ভাস্কর্য। নয় বছর পেরিয়ে গেলেও এবারে এর নামকরণ করা হয় 'জয় বাংলা'।

সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্বান্ত অনুযায়ী এই নাম চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়। ভাস্কর্যটি সংস্কার করা হবে এবং যুক্ত করা হবে নাম পরিচয়। কাউন্সিলের সভায় এসব কথা বলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

২০১৩ সালের ১৬ ডিসেম্বর উপাচার্য প্রফেসর সাইদুল হক ভাস্কর্যটি উদ্বোধন করেছিলেন। তখন উপাচার্যের নামকরণ প্রসঙ্গে প্রজ্ঞাপন দিলেও শেষ হয়নি নামকরণের কাজ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]