2489

ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধারে আসছে নতুন ফিচার

ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধারে আসছে নতুন ফিচার

2017-10-02 16:51:13

ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা এবং পরিচয় নিশ্চিতকরণের জন্য এবার নতুন নিরাপত্তা ফিচার নিয়ে কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি এক প্রতিবেদনে টেকক্রাঞ্চ জানায়, অ্যাকাউন্ট রিকভারির জন্য ফেসিয়াল রিকগনিশন সুবিধা যুক্ত করা হতে পারে এতে। তবে যেসব ফোনে বর্তমানে এই ফিচারটি রয়েছে, কেবল সেসব ফোনেই ফেসবুকের এই ফিচার পাওয়া যাবে।

বর্তমানে অ্যাকাউন্ট রিকভারির জন্য ফেসবুকে বেশ কিছু উপায় রয়েছে। এর মধ্যে একটি হলো বন্ধুদের ছবি শনাক্ত করা। এছাড়া ট্রাস্টেড ফ্রেন্ডস নামের একটি ফিচারও যুক্ত করেছে ফেসবুক যার মাধ্যমে অ্যাকাউন্টে আগে ট্রাস্টেড ফ্রেন্ড হিসেবে চিহ্নিত বন্ধুর কাছে একটি রিকভারি কোড পাঠাবে ফেসবুক যা দিয়ে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা যাবে।

ফেসবুক বর্তমানে ভিডিও চ্যাটের জন্য একটি ডিভাইস তৈরির কাজও করছে। এই ডিভাইস ব্যবহারকারীর চেহারা শনাক্ত করতে সক্ষম। তবে অনেকেই ধারণা করছেন এটি ব্যবহারকারীর উপর নজরদারির জন্য ব্যবহার করা হতে পারে।

কবে নাগাদ ডিভাইসটি বাজারে আসতে পারে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

জেএস/ ০২ অক্টোবর ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]