24941

ববি’র ট্রেজারার হিসেবে যোগদান করেছেন ড. বদরুজ্জামান ভূঁইয়া

ববি’র ট্রেজারার হিসেবে যোগদান করেছেন ড. বদরুজ্জামান ভূঁইয়া

2022-04-20 05:08:14

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিনসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর প্রভোস্ট, চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় তিনি উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করে স্বাক্ষর করেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরাসরি নিয়োগে আমি আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি। আমার একটাই ব্রত, বরিশাল বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সামনের দিকে এগিয়ে নেওয়া এবং একাডেমিক এটমসফিয়ার তৈরি করার জন্য যতরকমের উদ্যোগ নেওয়া দরকার, তা আমি গ্রহণ করবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবার সহযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশের একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলবো।

ট্রেজারার অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তা ছাড়া, তিনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও, তিনি জনপ্রিয় কলামিস্ট এবং টকশো ব্যক্তিত্ব হিসেবে সারাদেশে পরিচিত।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর মেয়াদ পূর্ণ করে চলে যান বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক একেএম মাহবুব হাসান। এরপর আড়াই বছর পর নিয়োগ হলো নতুন ট্রেজারার।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]