24994

'ছাত্রলীগ সবসময় শিক্ষাথীদের পাশে আছে'

'ছাত্রলীগ সবসময় শিক্ষাথীদের পাশে আছে'

2022-04-23 04:01:12

জ্ঞান চর্চার পাশাপাশি দেশের শিক্ষার্থীদের প্রত্যেকটি যৌক্তিক দাবি-দাওয়া পূরণে ছাত্রলীগ সবসময় শিক্ষাথীদের পাশে আছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয়।

শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ বাংলাদেশ ছাত্রলীগ কার্যালয়ে ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আল নাহিয়ান খান জয় বলেন, করোনাকালীন সময়ে সত্যিকার অর্থে যে সংগঠন শিক্ষার্থীদের পাশে থেকেছে সেটি হলো ছাত্রলীগ। ভবিষ্যতেও যৌক্তিক দাবি-দাওয়া পূরণে সাধারণ শিক্ষাথীরা ছাত্রলীগকে পাশে পাবে।

বইয়ের সাথে যাতে শিক্ষার্থীদের সম্পর্ক থাকে সেজন্য এ ধরণের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি ছাত্রলীগ নেতা-কর্মীদেরকে সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান।

বিজ্ঞান সেলের পক্ষে কার্যক্রমটি সমন্বয় করেছেন বাংলাদেশ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক খন্দকার হাবীব আহসান। তিনি জানান, ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের অনলাইন ও অফলাইন অংশগ্রহণের মাধ্যমে এ বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ক গ্রুপে, প্রথম হয়েছেন আবু সায়েম সরকার, রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ; দ্বিতীয় হয়েছেন ফাতেমা তুজ জোহরা, বাংলাদেশ এগরিকালচার রিসার্চ ইনিস্টিটিউট হাই স্কুল; তৃতীয় হয়েছেন মো. সাঈদ আল ইমরান, রেসিডেনসিয়াল মডেল কলেজ।

খ গ্রুপে প্রথম হয়েছেন রাজন হোসাইন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; দ্বিতীয় হয়েছেন মো. রিসালাত মিয়া, ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; তৃতীয় হয়েছেন মেহেদী হাসান শাকিল, ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

উপহার দেয়া বইসমূহের মধ্যে রয়েছে- দেশরত্ন শেখ হাসিনার লেখা শেখ মুজিব আমার পিতা, Living in tears, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, ওরা টোকাই কেনো, সাদা কালো, People and Democracy, নির্বাচিত প্রবন্ধ, হুমায়ুন আজাদের লেখা ‌‌‌‘রাজনৈতিক প্রবন্ধসমগ্র’, শ্রেষ্ঠ কবিতা এবং খন্দকার হাবীব আহসানের লেখা ইতিহাস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ।

এসময় বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তোমা সিকদার, বিজ্ঞান সম্পাদক সাদুন মোস্তফা, বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক মাহফুজুর রহমানসহ নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বিশ্ববরেণ্য পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]