25176

ঢাবির উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ পুনর্মিলনী

ঢাবির উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ পুনর্মিলনী

2022-05-14 09:24:16

ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (DUBAA) ৬ষ্ঠ পুনর্মিলনী শুক্রবার (১৩ মে) কার্জন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।

DUBAA-এর সভাপতি ড. মো. আতহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মিসেস মেহের আফরোজ চুমকি সম্মাননীয় অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন DUBAA-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল বাশার।

দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই অর্থনীতির পেছনে উদ্ভিদ বিজ্ঞানী ও কৃষিবিদদের অনন্য ভূমিকার কথা উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে গবেষণার ক্ষেত্র সম্প্রসারণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের কাজ করতে হবে।

বৃত্তি প্রদানসহ নানাবিধ সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয়ে এগিয়ে আসার জন্য উপাচার্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণায় কৃতিত্ব অর্জনের জন্য অধ্যাপক ড. আহাম্মেদ শামসুল ইসলাম, পেশায় সুখ্যাতি অর্জনের জন্য অধ্যাপক ড. জেড এন তাহমিদা বেগম এবং ব্যাবসায় সফলতা অর্জনের জন্য শেখ কামরুজ্জামানকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া, অনুষ্ঠানে বিভাগীয় বিভিন্ন ট্রাস্ট ফান্ড থেকে বিভিন্ন শিক্ষাবর্ষের ৫৮ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]