25179

ছাত্রীদের নিয়ে রাবি ছাত্র উপদেষ্টার মন্তব্যে তীব্র সমালোচনা

ছাত্রীদের নিয়ে রাবি ছাত্র উপদেষ্টার মন্তব্যে তীব্র সমালোচনা

2022-05-14 18:31:33

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীদের নিয়ে ছাত্র উপদেষ্টা তারেক নূরের 'আপত্তিকর' মন্তব্যের জেরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি এক সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলে প্রবেশে রাত সাড়ে ৮টা নির্ধারণ করেন হল প্রাধ্যক্ষরা। এই সান্ধ্য আইনের যৌক্তিকতা নিয়ে একটি গণমাধ্যম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, 'সম্প্রতি ছাত্রীরা অনেক বেশি এলোমেলো জীবনযাপন করছে এবং বিভিন্ন জায়গা থেকে তাদের নামে অভিযোগ আসছে। ফলে তাদের হলে প্রবেশের বিষয়ে আগের চেয়ে সময় কমিয়ে নির্ধারণ করা হয়েছে।'

ওই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, 'আমি বলেছি কিছু কিছু ছাত্রী অগোছালো জীবনযাপন করে। তাই কিছু ছাত্রীর নামে অভিযোগ আসছে। সব ছাত্রী এলোমেলো জীবনযাপন করছে, এটি বলিনি।'

তার এমন মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা চলছে। বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার কাছ থেকে ছাত্রীদের নিয়ে এমন মন্তব্য কাম্য নয় বলে মনে করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে এই মন্তব্যের জন্য ছাত্র উপদেষ্টাকে জবাবদিহির আওতায় আনারও দাবি করেন কেউ কেউ।

শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহাব্বত হোসেন মিলন বলেন, ছাত্র উপদেষ্টা তাঁর এমন বক্তব্যের মাধ্যমে ছাত্রীদের অপমান করেছেন। তাঁর বক্তব্যে নারীবিদ্বেষী মন্তব্য ফুটে উঠেছে। একজন শিক্ষক কখনও তাঁর শিক্ষার্থীদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন না। তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে সন্ধ্যার পর ছাত্রীরা বাইরে থাকলেই খারাপ কাজে লিপ্ত থাকেন- এমন কিছু ইঙ্গিত করেছেন। ছাত্র উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তাঁকে জবাবদিহির আওতায় আনারও দাবি জানাই।

বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মোল্লাহ মোহাম্মদ সাঈদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের তিনি অবমাননা করেছেন। তাঁর বক্তব্যে ছাত্রীদের সমাজ ও পরিবারের কাছে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে তাঁদের প্রতি পরিবারের অবিশ্বাস, অনাস্থা তৈরি হবে। সমাজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নেতিবাচক চোখে দেখবে। আমার প্রত্যাশা, তিনি এই মন্তব্যের জন্য ভুল স্বীকার করে লিখিতভাবে বিবৃতি দেবেন। সূত্র : সমকাল 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]