25205

সাত কলেজের তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা প্রমোশন পাচ্ছেন

সাত কলেজের তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা প্রমোশন পাচ্ছেন

2022-05-17 04:11:42

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের তিনটি বর্ষের তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশন পাচ্ছেন।

সোমবার (১৬ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

শিক্ষাবর্ষ তিনটি হলো— স্নাতক ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০।

এতে বলা হয়, করোনা মহামারির কারণে এই তিন শিক্ষাবর্ষের বিভিন্ন পরীক্ষায় ০৩ (তিন) বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের মানোন্নয়নের সুযোগ দিয়ে পরবর্তী বর্ষে উত্তীর্ণের আবেদন বিবেচনায় নিয়ে গত ১২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) ও অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সভায় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, সাত কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ও পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।

সে সভায় সবার সিদ্ধান্তে করোনা মহামারির পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০২০ সালের ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষায় তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাবর্ষে উত্তীর্ণ হওয়ার সুযোগ দেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত পরবর্তিতে উদাহরণ বা নজির হিসেবে দেখানো যাবে না এই শর্ত দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, অকৃতকার্য শিক্ষার্থীরা মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। পরীক্ষার ফরম পূরণের সময় কলেজ কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যে শিক্ষার্থী তিন বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

উল্লেখ্য, প্রচলিত শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। কলেজ সাতটি হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। অধিভুক্তির পর থেকে এসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি, প্রশ্ন প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ, চূড়ান্ত সার্টিফিকেট প্রদানসহ শিক্ষা সম্পর্কিত বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ই দেখভাল করছে।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]