25227

বাউরেসের নতুন পরিচালক অধ্যাপক ড. জয়নাল

বাউরেসের নতুন পরিচালক অধ্যাপক ড. জয়নাল

2022-05-19 01:59:52

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন।

সোমবার (১৬ মে) আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বে যোগ দেন তিনি। অধ্যাপক ড. জয়নাল বাউরেসের বিদায়ী পরিচালক অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খানের স্থলাভিষিক্ত হলেন।

অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন ৫ মার্চ ১৯৬৩ সালে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কাদলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন সিনিয়র অধ্যাপক (গ্রেড-১)। তিনি ৩৩ বছরেরও বেশি সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা সম্পন্ন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ৬৫টিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে তার। অধ্যাপক আবেদীন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এবং কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশর (কেআইবি) আজীবন সদস্য।

প্রফেসর আবেদীন বর্তমানে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং উচ্চ শিক্ষার মান নিশ্চিতকরণ কার্যক্রমের সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স এক্সপার্ট এবং এক্সটারনাল পিয়ার রিভিউ টিম লিডার/ডিগ্রি প্রোগ্রামের সদস্য হিসেবে কাজ করেছেন।

আবেদীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের কার্যনির্বাহী কমিটিতে ৪বার এবং সচিবসহ অনুষদ কমিটিতে বহুবার এবং ২বার সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাউটা-২০২১) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

বাকৃবির গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে ১৯৮৪ সালের ৩০ আগস্ট সিন্ডিকেটের ১৬১তম সভার অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রিসার্চ সিস্টেম (বাউরেস) গঠিত হয়। বাউরেস প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষক এবং গবেষকদের দ্বারা পরিচালিত গবেষণা প্রকল্প তদারকি, ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণের জন্য পরিচালক নিয়োগ দেয়। এর আগে ২০১৯ সালের অক্টোবর মাসে অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান বাউরেসের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন যার মেয়াদ ২০২২ সালের মে মাসে শেষ হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]