25243

ঢাবির সিনেট সদস্য হলেন বদরুন্নেসা কলেজ অধ্যক্ষ ও এক শিক্ষক

ঢাবির সিনেট সদস্য হলেন বদরুন্নেসা কলেজ অধ্যক্ষ ও এক শিক্ষক

2022-05-19 21:12:09

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে একাডেমিক পরিষদের সদস্য মনোনীত হয়েছেন রাজধানী ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার ও কলেজটির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আসমা উল হোসনা চৌধুরী।

মঙ্গলবার (১৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার  (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ- ১৯৭৩-এর আর্টিক্যাল ২০(১) (এইচ) অনুযায়ী কলেজ অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার ও (আই) অনুযায়ী সহযোগী অধ্যাপক আসমা উল হোসনা চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদের সিনেটে সদস্য মনোনীত করা হয়।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারের ধারা অনুযায়ী- পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিনেটের চেয়ারম্যান, দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সিনেটের সদস্য হবেন।

সরকার কর্তৃক মনোনীত ৫ জন সরকারি কর্মকর্তা, সিন্ডিকেট কর্তৃক মনোনীত ৫ জন গবেষণা সংস্থার প্রতিনিধি, একাডেমিক পরিষদ কর্তৃক মনোনীত অধিভুক্ত ও উপাদানকল্প কলেজসমূহের ৫ জন অধ্যক্ষ ও ১০ জন শিক্ষক এবং ডাকসু কর্তৃক মনোনীত ৫ জন ছাত্র প্রতিনিধি সিনেটের সদস্য হন। নির্বাচিত ক্যাটাগরি ৩৫ জন শিক্ষক প্রতিনিধি ও ২৫ জন রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট সিনেটের সদস্য হয়ে থাকেন, বলে জানা গেছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]