25278

ঢাবির হলে চুরি করতে গিয়ে ধরা ‘ট্যাটু’ সোহেল

ঢাবির হলে চুরি করতে গিয়ে ধরা ‘ট্যাটু’ সোহেল

2022-05-23 08:53:18

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ১৭৪ নম্বর কক্ষে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক।

রোববার (২২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশকে খবর দিলে শাহবাগ থানা পুলিশ এসে তাকে নিয়ে যায়। আটক হওয়া ওই যুবকের নাম সোহেল ওরফে ট্যাটু সোহেল (৩০)।

শিক্ষার্থীরা জানান, দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে ১৭৪ নম্বর কক্ষ থেকে তাকে কয়েকজন ধরে ফেলেন। তার কাছ থেকে একটি হেডফোন উদ্ধার করা হয়। মূলত ছাত্রদের মোবাইল চুরি করা তার প্রধান উদ্দেশ্য। এর আগেও তাকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে দেখা গেছে।

হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিশাত সরকার বলেন, হলের শিক্ষার্থীরা তাকে হাতেনাতে ধরে ফেলে পরবর্তীতে আমাকে জানান। চুরি করতে আসার বিষয়টি তিনি স্বীকারও করেছেন। পরে আমি প্রভোস্ট স্যারের নির্দেশে পুলিশকে খবর দিই।

প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এভাবে প্রবেশের চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক, চুরি, ছিনতাইয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]