25288

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

2022-05-24 03:44:58

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটূক্তি ও ছাত্রদল নেতাদের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৩ মে) সকাল ৯টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সামসুল আরেফিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন মিঠু, সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা মো. কিবরিয়া, রাকিবুল ইসলাম পলাশ, সাইফ সবুজ, জাহিদুর রহমান জামাল, সজীব সাজু, জাহিদুল ইসলাম, সাজাদ হোসেন পলাশ, ওলিউর রহমানসহ অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ শেষে সমাবেশে শামসুল আরেফিন বলেন, ‘প্রধানমন্ত্রীর মতো শীর্ষ জায়গা থেকে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি মেনে নেওয়ার নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। এছাড়া ছাত্রদল সভাপতির ওপর পুলিশের হামলা-মামলা বন্ধ করতে হবে। অন্যথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে জবাব দেবে।

অন্যদিকে, সকাল সাড়ে ৯টায় শাখা ছাত্রদলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। মিছিলটি রায়সাহেব বাজার থেকে শুরু হয়ে নবাবপুর রোডে গিয়ে শেষ হয়।

এসময় শাখা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাওলাদার, সালাউদ্দিন আহমেদ, ছাত্রদল নেতা সাইফুল হক তাজ, নাহিদ চৌধুরী, তাহাজ্জদ জনি, ওয়াহিদুজ্জামান তুহিন, রফিকুল ইসলাম, নাসিম আহমেদ, জামাল সাগর, মো. শাহরিয়ার, মো. আজিজ, তোহিদ চৌধুরী, জাহিদ ভূঁইয়াসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]