25321

জাহাঙ্গীরনগরে জাতীয়তাবাদী শিক্ষকদের ১০ দাবি

জাহাঙ্গীরনগরে জাতীয়তাবাদী শিক্ষকদের ১০ দাবি

2022-05-26 19:54:14

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল শিক্ষার্থীর সহাবস্থান নিশ্চিতকরা সহ ১০টি দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলমের কাছে এ আবেদন জানান জাতীয়তাবাদী শিক্ষক নেতারা।

তাদের অন্যান্য দাবিগুলো হলো, বিগত প্রশাসনের বিরুদ্ধে আনীত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে চলমান তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করে বিশ্ববিদ্যালয়কে কলুষমুক্ত করা। মেয়াদোত্তীর্ণ সকল পর্ষদের (সিনেট, সিন্ডিকেট, শিক্ষা-পর্ষদ, ডীন, অর্থ কমিটি ইত্যাদির) নির্বাচন আয়োজন করা। সহকর্মীদের পদোন্নতিসহ যেকোনো যৌক্তিক পেশাগত অধিকার দ্রুততম সময়ে নিশ্চিত করা। পিএইচডি ডিগ্রির জন্য শিক্ষকদের ৩টি অগ্রিম ইনক্রিমেন্ট পুনর্বহাল করা। উন্নয়ন প্রকল্পের অধীনে একাডেমিক ভবনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করা। তরুণ শিক্ষকদের জন্য উচ্চশিক্ষা-সহায়ক পদক্ষেপ নেওয়া।

এছাড়া মানসম্পন্ন গবেষণা প্রকাশনার জন্য প্রণোদনা দেওয়া ও গবেষণায় তাৎপর্যপূর্ণ অবদানের জন্য বিভিন্ন অ্যাওয়ার্ড/ পুরস্কার চালু করা, ক্যাম্পাসে যৌন হয়রানিসহ সকল ধরনের হয়রানি ও নিপীড়নমূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া, ক্লাস ও পরীক্ষা যথা সময়ে যথাযথভাবে অনুষ্ঠানের ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করার দাবিও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলমের কাছে লিখিত আবেদন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম, দর্শন বিভাগের অধ্যাপক জাকির হোসেন, ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ফজলুল করিম পাটোয়ারি, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন প্রমুখ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]