25535

শাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক মাসুদ

শাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক মাসুদ

2022-06-17 05:36:50

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ১৮তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক হিসেবে দেশ রুপান্তরের প্রতিনিধি আবদুল্লা আল মাসুদ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ২টায় শাবি প্রেস ক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাশেদুল হাসান (ডেইলি ক্যাম্পাস), যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রুদ্র (দৈনিক কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ হাসান নাঈম (বাংলানিউজ২৪.কম) ও দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন (ঢাকা পোস্ট)।

কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন তানভীর হাসান (আজকের পত্রিকা), শাদমান শাবাব (দৈনিক কাজির বাজার) এবং আদনান হৃদয় (দৈনিক অধিকার) ।

এর আগে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সামির এবং সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলাম।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভীন, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জায়েদা শারমিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মস্তাবুর রহমান, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, সদ্য বিদায়ী কমিটির সভাপতি জুবায়ের মাহমুদ, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী ও যুগ্ম সম্পাদক জিএম ইমরান হোসেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]