25556

২১ বছরে সাড়ে ১৪ হাজার ব্যাগ রক্ত দিয়েছে ‘বাঁধন’ ঢাকা কলেজ ইউনিট

২১ বছরে সাড়ে ১৪ হাজার ব্যাগ রক্ত দিয়েছে ‘বাঁধন’ ঢাকা কলেজ ইউনিট

2022-06-19 19:54:29

প্রতিষ্ঠার পর থেকে গত ২১ বছরে সাধারণ মানুষের জন্য ১৪ হাজার ৭০০ ব্যাগ রক্ত দিয়েছেন বাঁধন, ঢাকা কলেজ ইউনিটের সদস্যরা।

শনিবার (১৮ জুন) ঢাকা কলেজের বীর মুক্তিযোদ্ধা শহীদ আ. ন. ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী এ সংগঠনটির ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কর্মশালা ও আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

 

অনুষ্ঠানে বাঁধন, ঢাকা কলেজ ইউনিটের ২০২২ সেশনের কার্যকরী পরিষদ সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ. টি. এম. মইনুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার, বাঁধন, ঢাকা কলেজ ইউনিটের শিক্ষক উপদেষ্টা মো. ওবায়দুল করিম, মো. মুশফিকুর রহমান ও মো. মাহমুদুল হাসান।

ঢাকা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ. টি. এম. মইনুল হোসেন বলেন, নানা সীমাবদ্ধতার মাঝেও ঢাকা কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের এমন কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বর্তমান সময়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নানাভাবে মানুষের সহযোগিতায় এগিয়ে আসছেন। তার মধ্যে বিনামূল্যে রক্তদান অন্যতম। আগামী দিনেও সেবার এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। স্বেচ্ছাসেবা কার্যক্রম অব্যাহত রাখতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদার বলেন, দীর্ঘ ২১ বছর ধরে ঢাকা কলেজে বাঁধন তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ২১ বছরে প্রায় ১৫ হাজার ব্যাগ রক্ত স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আজকের দিনটা যেমন মসৃণ শুরুটা ততটা মসৃণ ছিল না। তখন মানুষ রক্তদানে এতটা আগ্রহী ছিল না। স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টায় এখন রক্তদান সবার কাছেই স্বাভাবিক বিষয় হয়েছে।

বাঁধন, ঢাকা কলেজ ইউনিটের শিক্ষক উপদেষ্টা মো. ওবায়দুল করিম বলেন, নানা সীমাবদ্ধতার মাঝেই বাঁধন, ঢাকা কলেজ ইউনিট ২১ বছর পেরিয়ে ২২ বছরে পদার্পণ করেছে। আরও বেশি শিক্ষার্থীদের এ কার্যক্রমের সঙ্গে যুক্ত করার মাধ্যমে মানব সেবায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]