25583

এবার ত্রাণ নিয়ে সীমান্তবর্তী এলাকায় ছাত্রলীগ

এবার ত্রাণ নিয়ে সীমান্তবর্তী এলাকায় ছাত্রলীগ

2022-06-22 06:55:55

সিলেট জেলার সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলা যেখান থেকে বিখ্যাত পর্যটন কেন্দ্র জাফলং মাত্র ১০ কিমি দুরত্ব, সারীঘাট এলাকায় বন্যার্তদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সারি নদীর দুই পাশের তীরবর্তী এলাকাগুলোতে তিনটি বড় নৌকায় ৫০০ পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজকে সহ টানা তিনদিনে সিলেটের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে দুই হাজারের ও বেশি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ত্রাণ টিমের সার্বিক তত্ত্বাবধায়ক বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার,সহ-সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী, তিলোত্তমা সিকদার, সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাধন,ধর্ম সম্পাদক তুহিন রেজা, উপ-সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]