25587

ভাষা শিক্ষা গড়ে তুলবে দক্ষ জনশক্তি: ইবি উপাচার্য

ভাষা শিক্ষা গড়ে তুলবে দক্ষ জনশক্তি: ইবি উপাচার্য

2022-06-22 08:12:19

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেছেন, ভাষা শিক্ষা দক্ষ জনশক্তি গড়ে তুলবে। সেজন্য বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটে বাস্তবমুখী কোর্স চালু রাখতে হবে।

মঙ্গলবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভবন উদ্বোধনকালে উপাচার্য বলেন, আগামী প্রজন্মের উন্নয়নে ভূমিকা রাখবে এই ইনস্টিটিউট- এমনটাই প্রত্যাশা রাখি।

মনোরম পরিবেশে ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়েছে। গবেষণা, খেলা এবং ডিবেট এসব একটা বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়ায়।

এ সময় তিনি আইআইইআর’কে কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত আরও কোর্স চালু করার পরামর্শ দেন। পাশাপাশি নিজস্ব অর্থায়নে ভবন নির্মাণ করায় আইআইইআর’র পরিচালককে ধন্যবাদ জানান।

আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মেহের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বক্তব্য দেন।

এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সী শহীদ উদ্দীন তারেক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]