25598

বন্যা: শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা ঈদের পর

বন্যা: শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা ঈদের পর

2022-06-23 20:40:07

বন্যার কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সব বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ঈদুল আযহার পর অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ জুন) রাত ৮টায় জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা ঈদুল আযহার পর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রথম বর্ষের ক্লাস স্ব স্ব বিভাগ শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধামতো অনলাইনে নিতে পারবে। বন্যার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি থেকে রেহাই দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য আরও বলেন, পূর্ব নির্ধারিত বর্ষপঞ্জিকা অনুযায়ী ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ঈদুল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ১৫ জুলাই থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]