25607

বন্যার্তদের মাঝে শাবিপ্রবির সাবেক ছাত্রলীগ নেতাদের ত্রাণ বিতরণ

বন্যার্তদের মাঝে শাবিপ্রবির সাবেক ছাত্রলীগ নেতাদের ত্রাণ বিতরণ

2022-06-24 09:44:19

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতারা।

বৃহস্পতিবার (২৩ জুন) সিলেটের গোবিন্দগঞ্জ ও কামালবাজারের কয়েকটি আশ্রয়কেন্দ্রে ৫০০ মানুষের মাঝে রান্না করা খাবার ও সুপেয় পানি বিতরণ করে শাখা ছাত্রলীগের নেতারা।

 

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান বলেন, বন্যার শুরু থেকে নানাভাবে সহযোগিতা করে আসছে শাবিপ্রবি ছাত্রলীগ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ মানুষের কাছে রান্না করা খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে। এ কাজ অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সমাজ বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, সাবেক সদস্য মাহবুবুর রহমান, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন, লোক প্রশাসন বিভাগের সহ সভাপতি ইমামুল হোসেন হৃদয়, শামীম রানা, মেহেদি হাসান হৃদয়, তুর্যিব খান প্রমুখ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]