25639

বন্যার্তদের সহায়তায় ব্র্যাক ইউনিভার্সিটির ৬৫ লাখ টাকা অনুদান

বন্যার্তদের সহায়তায় ব্র্যাক ইউনিভার্সিটির ৬৫ লাখ টাকা অনুদান

2022-06-29 05:17:55

সিলেট-সুনামগঞ্জসহ সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। বানভাসি মানুষের জন্য সহায়তা হিসেবে ‘ব্র্যাক ইমার্জেন্সি ফ্লাড অ্যাসিসটেন্স ফান্ডে’ ৬৫ লাখ টাকা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের পক্ষে ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ অ্যান্ড টেকনোলজির সিনিয়র ডিরেক্টর কেএএম মোর্শেদের হাতে অনুদানের চেক তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তারা জুন মাসের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ এবং সেই সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির নিজস্ব তহবিল থেকেও সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে ‘ব্র্যাক ইমার্জেন্সি ফ্লাড অ্যাসিসটেন্স ফান্ডে’ জমা দেওয়া হয়েছে। সবমিলিয়ে ৬৫ লক্ষ টাকা বনার্তদের সহায়তায় দান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বন্যা পরিস্থিতির শুরু থেকেই ব্র্যাক স্থানীয় সরকারের সঙ্গে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করে আসছে।

বন্যাদুর্গত এলাকায় অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই অনুদান কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চ্যাং।

করোনা মহামারির অর্থনৈতিক মন্দার মধ্যে বন্যা পরিস্থিতি থেকে উদ্ভূত মানবিক সংকট সর্বনাশা হতে পারে। সেজন্য দুর্গতদের সহায়তায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ভিনসেন্ট চ্যাং।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]