25643

চবির শাটলে ছাত্রীর শ্লীলতাহানি, বখাটে গ্রেফতার

চবির শাটলে ছাত্রীর শ্লীলতাহানি, বখাটে গ্রেফতার

2022-06-29 08:39:46

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ৭টার দিকে বটতলী রেল স্টেশনে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী সন্ধ্যা সাড়ে ৬টায় থানায় একটি মামলা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশ্যে শাটলে উঠেছিলেন ওই ছাত্রী। ওই বগিতে অন্য কোনো যাত্রী ছিল না। এ সময় বাবুল হোসেন নামের ওই ব্যক্তি ছাত্রীর গায়ে হাত দেন। তার চিৎকার ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বাবুল। এ সময় আশপাশের কিছু লোক তাকে ধরে থানায় হস্তান্তর করেন।

ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছেন। আটক ওই ব্যক্তির বাড়ি সিলেটের বিয়ানীবাজার থানায়। চট্টগ্রামে ভাসমান দিনযাপন করে ওই ব্যক্তি। তার কোনো স্থায়ী ঠিকানা নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, এক ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছি। তাকে রেলওয়ে থানায় মামলা অথবা অভিযোগ দিতে বলেছি। থানার সঙ্গে যোগাযোগ হচ্ছে। বিষয়টি পুলিশ সমাধান করবে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরে আলম বলেন, সকালে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে আমরা বাবুল নামে এক ব্যক্তিকে আটক করেছি। হেনস্তার শিকার ছাত্রীটির পরীক্ষা ছিল। সে বিকেলে এসে এজাহার দাখিল করেছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]