ক্যান্সার আক্রান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইফতি বাঁচতে চায়
2022-07-16 20:37:14
হজকিন্স ক্যান্সারে আক্রান্ত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহসিন তাবাসসুম ইফতি। বর্তমানে তিনি ক্যান্সারের চতুর্থ স্টেজে আছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া।
তিনি জানান, ইফতির চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন। দীর্ঘদিন পরিবারের পক্ষ থেকে চিকিৎসার খরচ চালিয়ে গেলেও এখন আর সম্ভব হচ্ছে না। তাই ইফতিকে বাঁচাতে পরিবার ও বিভাগের পক্ষ থেকে তাকে আর্থিকভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, ব্রেস্ট টিউমার ও ক্যান্সারের কেমোথেরাপির জন্য আপাতত এ টাকাগুলোর প্রয়োজন। আমরা বিভাগের পক্ষ থেকে তাকে সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি সবাইকে তার সাহায্যে এগিয়ে আসার আহ্বান করছি।
ক্যান্সার আক্রান্ত ইফতির মা জানান, গত নভেম্বর মাসে আমার মেয়ের ক্যান্সার ধরা পড়ে। প্রথমে সিলেটের ইবনে সিনা হাসপাতালে তার ক্যান্সার হয়েছে বলে জানা যায়। পরে ঢাকায় ডেলটা মেডিকেল কলেজ, সিএমএইচ হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পর্যাক্রমে তাকে দেখানো হয়। তারাও হজকিন্স ক্যান্সার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সে এখন ক্যান্সারের ৪র্থ স্টেজে আছে।
তিনি জানান, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে কেমোথেরাপি দেওয়ার জন্য বলা হয়েছে। ডাক্তারের পরামর্শে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ইতোমধ্যে একটা থেরাপি দিয়েছি। তার ব্রেস্টে টিউমার থাকায় এটির অপারেশন যতদ্রুত সম্ভব করানোর জন্য ডাক্তার বলছে। তা না হলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে। তার চিকিৎসার ব্যয় নির্বাহে অনেক টাকা খরচ হয়েছে। এখন টিউমার অপারেশন ও কেমোথেরাপি দেওয়ার জন্য প্রচুর টাকা দরকার। আপাতত ডাক্তার ১৫ লাখ টাকার হিসাব দিয়েছে। আমাদের একার পক্ষে তার চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না।
ইফতির চিকিৎসায় সহযোগিতা করতে নিম্নোক্ত অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। বিকাশ (পারসোনাল)- ০১৭৩৫৮৮০৯৫৩, ০১৬০৯৩৯৬২৩৪, ০১৭৮৩৪২০৯৮৭, ০১৭৪২৪৮৮৮৩১, নগদ (পারসোনাল)- ০১৯৮৩৫৫৭৭১০, ০১৬৪৬২৭৮২৮৭, রকেট (পারসোনাল)- ০১৬২৫৭১৪৫৬০৯।
সোনালি ব্যাংক অ্যাকাউন্ট- নাম. নুরুল আম্বিয়া, অ্যাকাউন্ট নাম্বার ৫৬৩২৫০১০০৯৬১৮, সোনালী ব্যাংক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, সিলেট, মোবা. ০১৭৫১৫৭৭৬৩৫।
ডিবিবিএল অ্যাকাউন্ট- নাম. আজিজুল ইসলাম, অ্যাকাউন্ট নাম্বার- ২০১১০৫১১৫৯৪, আম্বরখানা শাখা, সিলেট, মোবা. ০১৬৪৫৬৩০৫৩৪।